চিলমারীতে খেলার মাঠ দখল করে ইউপি সদস্যের বালু ব্যবসা



হাবিবুর রহমান চিলমারী, ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসার খেলার মাঠ দখল করে বালুর ব্যবসা করছে ইউপি মেম্বার মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া।
জানা যায়, কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা দাখিল মাদ্রাসার মাঠ দখল করে থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া বালুর পয়েন্ট তৈরি করেছে।  গেলো বন্যার পর পরই নদী থেকে বালু উত্তোলন করে মাঠ দখল করে বালুর ব্যবসা করে আসছে তারা।  মতিয়ার মেম্বার বলেন, মাদ্রাসার সভাপতি কে বিষয়টি অবগত করেছেন। অপরদিকে মাদ্রাসার অধ্যক্ষকের সাথে কথা হলে তিনি বলেন,  আমি গত পাঁচ মাস আগে মাদ্রাসা থেকে অবসরে গেছি,  এবিষয়ে আমার কিছু জানা নেই। মাদ্রাসার সভাপতির বিদ্যুৎ ইসলামের সাথে কথা হলে জানান, আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। পূর্বে যিনি ছিলেন তিনি বিষয় টি জানে হয়তো। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মাঠে বালু রাখার বিষয়টি আমার জানা নেই।

Post a Comment

Previous Post Next Post